ক্যারিয়ারের সবচেয়ে বড় আনন্দের জয় : কোহলি


প্রকাশিত: ০২:৫২ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৫

বিশ্বকাপের একাদশতম আসরেও পাকিস্তানকে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানকে টানা ষষ্ঠবারের মত হারালো টিম ইন্ডিয়া। এই জয়ের পিছনে মূখ্য ভূমিকা রাখেন ব্যাটসম্যান বিরাট কোহলি। ১০৭ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলেন কোহলি। তাতেই ৭৬ রানের জয় পায় ভারত। আর এই জয়টিই তার ক্যারিয়ারের আনন্দের জয় বলে ম্যাচ শেষে অভিহিত করলেন তিনি।

ম্যাচ শেষে এক প্রতিক্রিয়ায় কোহলি বলেন, এটি আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় আনন্দের জয়। আমি জিততে ভালবাসি এবং দেশের জন্য খেলতে ভালোবাসি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে রানের ফুলঝুড়ি ফুটিয়েছেন কোহলি। চার টেস্টে ৬৯২ রান করে নতুন রেকর্ডের জন্মও দেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে কোন ভারতীয় ব্যাটসম্যানের সবচেয়ে বেশি রানের রেকর্ড তার। এছাড়া পাকিস্তানের বিপক্ষে ভারতের হয়ে বিশ্বকাপের মঞ্চে এটাই কোনো ব্যাটসম্যানের প্রথম সেঞ্চুরি।

কিন্ত ত্রিদেশীয় সিরিজে খুঁজেই পাওয়া যায়নি কোহলিকে। চার ওয়ানডে ম্যাচে মাত্র ২৪ রান করেন এই তারকা ব্যাটসম্যান। তাই বিশ্বকাপের আগে কোহলির অফ-ফর্মে চলে যাওয়াতে সমালোচনার ঝড় উঠে সমালোচকদের মুখে।

তবে বিশ্বকাপের প্রথম ম্যাচেই সমালোচকদের মুখে চাবি মেড়ে দিয়েছেন কোহলি। পাকিস্তানের বিপক্ষে তিন নম্বরে ব্যাট হাতে ১০৭ রানের চোখ জুড়ানো ইনিংস খেলেন কোহলি। আর তাতে ম্যাচ জিতে টুর্নামেন্টে শুভ সূচনাই করে টিম ইন্ডিয়া।

ভারতের এমন জয়ে খুশী কোহলি নিজেও। তাই এই জয়কে ক্যারিয়ারের সবচেয়ে আনন্দের জয় বলে অভিহিত করলেন তিনি, ‘এটি আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় আনন্দের জয়। আর টুর্নামেন্টের শুরুটাও দুর্দান্ত হয়েছে আমাদের। এমন জয়ের আত্মবিশ্বাসও অনেকখানি বেড়ে গেছে আমাদের। আমি জিততে ভালবাসি এবং দেশের জন্য খেলতে ভালোবাসি। আমার কাজই হলো বড় ইনিংস খেলা এবং দলকে ভালো জায়গায় পৌঁছে দেয়া। এজন্য মারমুখী ব্যাটসম্যানরা দ্রুত রান তোলার স্বাধীনতা পায়। এ ম্যাচে তেমনটাই করার চেষ্টা করেছি।’

দলের পারফরমেন্সে খুশী ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও, তিনি বলেন, এ ম্যাচে ছেলেরা অসাধারন ক্রিকেট খেলেছে। ব্যাট-বল-ফিল্ডিংও ভালো করেছে। বিশ্বকাপের মত আসরে প্রথম ম্যাচেই এমন পারফরমেন্স খুবই গুরুত্বপূর্ণ।

ম্যাচ হারের পর প্রতিপক্ষ ভারতের প্রশংসাই করলেন পাকিস্তানি অধিনায়ক মিসবাহ উল হক। তিনি বললেন, তারা (ভারত) খুবই ভালো খেলেছে। স্কোর বোর্ডে দারুণ একটা সংগ্রহ দাঁড় করাতে পেরেছে। এরপর বোলাররা বোলিং-ও ভালো করেছে। মাঝে উইকেট হারানোয় আমরা ম্যাচ হেরে গেছি।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।