৩০৫ রানের টার্গেটে ব্যাট করছে আয়ারল্যান্ড


প্রকাশিত: ০২:৪৯ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩০৫ রানের টার্গেটে ব্যাট করছে আয়ারল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ৫ ওভার শেষে বিনা উইকেটে ৩৪ রান। পোর্টারফিল্ড ১৩ আর স্ট্যার্লিং ১৮ রান নিয়ে ব্যাট করছে।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে  সিমন্সের ১০২ আর স্যামির ৮৯ রানের উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৪ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ।

খেলার শুরুতেই ওপেনার ডুয়ান স্মিথ আর ব্রাভোর উইকেট হারিয়ে বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। এরপর ২২তম  ওভারে ৩৬ রান করা ক্রিস গেইল আর ২১ রান করা স্যামুয়েল আউট হলে আবার বিপদে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

এরপর লেন্ডন সিমন্স আর ডারেন স্যামি ১৪৫ রানের জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে টেনে তোলার চেষ্টা করেন। স্যামি ৮৯ রানে আউট হলেও সিমন্স তুলে নেন বিশ্বকাপে তার প্রথম সেঞ্চুরি। শেষ দিকে রাসেল ১৩ বলে ২৭ রান করলে বড় সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। আয়ারল্যান্ডের পক্ষে  জর্জ ডকরেল নেন ৩ উইকেট।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।