মেসির হ্যাটট্রিকে বার্সার বড় জয়


প্রকাশিত: ০৩:৩৩ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

স্প্যানিশ লা লিগায় নিজের ২৩তম হ্যাট্রিক পূরণ করলেন বার্সা তারকা লিওনেল মেসি। রোববার তার হ্যাটট্রিকে লেভান্তের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছে বার্সেলোনা।

নিজেদের মাঠে লেভান্তের বিপক্ষে গোলের সূচনা করেন নেইমার। ১৭ মিনিটে মেসির ক্রস থেকে বল পেয়ে বাম পায়ের দুর্দান্ত এক শটে লেভান্তের জালে বল জড়ান ব্রাজিলিয়ান এই তারকা। এরপরই শুরু হয় মেসি শো। ৩৮ মিনিটে মার্ক বারত্রার পাস থেকে বল পেয়ে ডান পায়ের শটে নিজের প্রথম গোল করেন মেসি। ৫৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। এর ৬ মিনিট পরই পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূরণ করে ফেলেন আর্জেন্টাইন এই তারকা। ৭৩ মিনিটে গোল করে ব্যবধান ৫-০ করেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ।

এই জয়ে ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয়স্থানে রইলো বার্সা। সমান সংখ্যাক ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।