টিটুর সঙ্গে চুক্তি করলো চট্টগ্রাম আবাহনী


প্রকাশিত: ০২:০৪ পিএম, ১৮ জানুয়ারি ২০১৭

আগামী ফুটবল মৌসুমে চট্টগ্রাম আবাহনীর ডাগআউটে থাকবেন জাতীয় দলের সাবেক কোচ সাইফুল বারী টিটু-খবরটি পুরোনো। নতুন খবর হলো প্রিমিয়ার লিগ রানার্সআপ ক্লাবটি বুধবার সাইফুল বারীর সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে। করেছেন তার সহকারী জুলফিকার মাহমুদ মিন্টুর সঙ্গেও। এক বছরের জন্য এ দুই জনের সঙ্গে চুক্তি করেছে চট্টলার আকাশি-হলুদরা।

সাইফুল বারী টিটু ও জুলফিকার মাহমুদ মিন্টুর দায়িত্ব শুরু হবে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব দিয়েই। এ দুই কোচের নেতৃত্বে সহসাই শুরু হবে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের বর্তমান চ্যাম্পিয়নদের প্রস্তুতি।

শেষ হওয়া মৌসুমে মিন্টু ছিলেন চট্টগ্রাম আবাহনীতেই। সাইফুল বারী টিটু ছিলেন আরামবাগ ক্রীড়া সংঘের কোচ। চট্টগ্রাম আবাহনীকে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের প্রথম আসর চ্যাম্পিয়ন করিয়েছিলেন সফিকুল ইসলাম মানিক। এবার শিরোপা ধরে রাখার দায়িত্ব চাপলো টিটুর কাঁধে।

বুধবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দুই কোচের সঙ্গে চুক্তি করেছেন চট্টগ্রাম আবাহনীর কর্মকর্তারা। ক্লাবটির মহাসচিব শামসুল হক চৌধুরী ও ফুটবল কমিটির চেয়ারম্যার তরফদার মো. রুহুল আমিন উপস্থিত ছিলেন এ সময়।

আরআই/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।