নাজাম শেঠিই আইসিসি প্রেসিডেন্ট


প্রকাশিত: ১১:৪৪ এএম, ১৬ এপ্রিল ২০১৫

অবশেষে আইসিসির প্রেসিডেন্টের চেয়ারে বসতে যাচ্ছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, প্রেসিডেন্ট পদে তিনি ছাড়া এখনও অন্য কোন প্রার্থীতা নেই আর।

আইসিসি প্রেসিডেন্ট পদ থেকে বাংলাদেশের আ হ ম মুস্তফা কামালের পদত্যাগের সঙ্গে সঙ্গেই পাকিস্তানের পক্ষ থেকে ঘোষণা করা হয়, আইসিসিতে তাদের প্রতিনিধি নাজম শেঠিই হচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট। এবার দুবাইতে অনুষ্ঠিত আইসিসির বৈঠকে নাজাম শেঠিকে অর্ন্তবর্তীকালীন সময়ের জন্য সভাপতি করার প্রস্তাব দেওয়া হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে যেহেতু কারও নাম প্রস্তাব করা হয়নি, এ কারণে আগামী দু’মাসের জন্য (জুলাই পর্যন্ত) আইসিসির অর্ন্তবর্তীকালীন সভাপতি হতে যাচ্ছেন নাজাম শেঠি।

তবে এরপর এমনিতেই নিয়ম অনুসারে পরবর্তী এক বছর তিনিই আইসিসির  প্রেসিডেন্ট থাকবেন।

এমআর/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।