অভিজ্ঞতার অভাবই পাকিস্তানের বড় প্রতিপক্ষ


প্রকাশিত: ০১:৩৫ পিএম, ১৬ এপ্রিল ২০১৫

আসন্ন বাংলাদেশ সিরিজে পাকিস্তানের মূল প্রতিপক্ষ হবে ‘অভিজ্ঞতার অভাব’ এমনটাই মনে করেন ২৬৫ টি ওয়ানডে ও ৪৬ টি টেস্ট খেলা পাকিস্তানি খেলোয়াড় আব্দুর রাজ্জাক। আর এর জন্য ওয়াকার ইউনুসকেই দুষছেন তিনি।

ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,  সিনিয়র খেলোয়াড়দের সাথে সব সময়ই ওয়াকার ইউনুসের এক ধরণের গোপন সমস্যা থাকে। যখনই তিনি দলের দায়িত্ব পান না কেন অভিজ্ঞদের বিরুদ্ধে উঠে পড়ে লাগতে দেখা যায় তাকে। ২০১১ সালে যখন তিনি দায়িত্ব নিয়েছেন তখন তার নজর ছিল আমার ও মোহাম্মদ ইউসুফের দিকে। শোয়েব আখতারও তার কারণেই অবসর নিয়ে নেন।

বাংলাদেশে আসার আগেও বিশ্বকাপের পর ওয়াকার ইউনুস পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) যে রিপোর্ট জমা দিয়েছেন সেখানে দলের সিনিয়র খেলোয়াড়দের নিয়ে তার অসন্তোষ প্রকাশিত হয়েছে। ফলে, বাদ পড়েছেন আহমেদ শেহজাদ, উমর আকমল, নাসির জামসেদের মত অভিজ্ঞরা। আর মিসবাহ উল হক ও শহীদ আফ্রিদি অবসর নেয়ায় বাংলাদেশের সামনে অভিজ্ঞতা নিয়ে বড় একটা সমস্যাতেই পড়তে যাচ্ছে সফরকারীরা।

এমআর/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।