জার্মান দলে নেই ন্যুয়ার-মুলার


প্রকাশিত: ১১:১০ এএম, ২৭ মে ২০১৫

২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের জন্য কোচ জোয়াকিম লো ঘোষিত দলে জায়গা হয়নি জার্মান গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ার ও স্ট্রাইকার থমাস মুলারের। টনি ক্রুজকেও দলের বাইরে রেখেছেন জার্মানির বিশ্বকাপজয়ী কোচ। অন্যদিকে প্যাট্টিক হারম্যান প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছে।

আগামী মাসে যুক্তরাষ্ট্র ও জিব্রাল্টারের বিপক্ষে মাঠে নামবে জার্মানরা। ম্যাচ দুটিতে ন্যুয়ার, মুলার ও ক্রুসকে না খেলানোর সিদ্ধান্ত জানিয়েছেন লো। ইউরো চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখেই দলের গুরুত্বপূর্ণ সদস্যদের বিশ্রাম দিয়েছেন বলে যানান জার্মান কোচ।
উল্লেখ্য, ইউরো বাছাই পর্বের ‘ডি-গ্রুপ’য়ে ১০ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে আছে জার্মানি। ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে পোল্যান্ড।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।