আইপিএলের সেরা একাদশ ঘোষণা!


প্রকাশিত: ১২:২৭ পিএম, ২৭ মে ২০১৫

বিরাট কোহলিকে অধিনায়ক করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টম আসরের সেরা একাদশ ঘোষণা করা হয়েছে। দল ভালো করতে না পারলেও অনেকে ব্যক্তিগত পারফর্ম করে জায়গা করে নিয়েছেন সেরা এই একাদশে।

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটার বিরাট কোহলি অসাধারণ পারফর্ম করেছেন প্রতিযোগিতার অষ্টম আসরে। টুর্নামেন্টে এ বছর চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় আছেন তিনি। সব মিলে করেছেন ৫০৫ রান। দলে আরও রয়েছেন চ্যাম্পিয়ন্স মুম্বাইয়ের হরভজন সিং ও রাজস্থান রয়্যালসের আজিঙ্ক্য রাহানে। এ ছাড়া একাদশে জায়গা পেয়েছেন ডি ভিলিয়ার্স, ডেভিড ওয়ার্নার, ঋদ্ধিমান সাহা, আশিষ নেহরা ও ডোয়াইন ব্রাভো।

আইপিএল সেরা একাদশ : বিরাট কোহিল (অধিনায়ক), আজিঙ্ক্য রাহানে, ডেভিড ওয়ার্নার, শ্রেয়াস আইয়ার, এবি ডি ভিলিয়ার্স, ডোয়াইন ব্রাভো, ঋদ্ধিমান সাহা(উইকেটরক্ষক), হরভজন সিং, মিচেল স্টার্ক, যুগেন্দ্র চাহাল, আশিষ নেহরা ও ইমরান তাহির।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।