ক্যারিবীয় উইকেট কিপার আন্ড্রে ফ্লেচার গ্রেফতার
অস্ত্র রাখার দায়ে ডগলাস চার্লস বিমানবন্দর থেকে বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক-ব্যাটসম্যান অ্যান্ড্রে ফ্লেচারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাকে আদালতে হাজির করা হতে পারে। খবর ডোমিনিকা নিউজ।
খবরে বলা হয়, ২৭ বছর বয়সী ফ্লেচার অনুশীলনের জন্য ডোমিনিকা যাওয়ার জন্য ডগলাস চার্লস বিমানবন্দরে পৌঁছালে সেখানকার পুলিশ তল্লাসি চালিয়ে তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করে।
এ বিষয়ে উইন্ডওয়ার্ড আইসল্যান্ডের (যে ক্লাবে তিনি খেলতেন) ম্যানেজার লোকহার্ট সেবাস্টিয়ান বলেছেন, আমি ওর পাশে আছি। কেননা ম্যানেজার হিসেবে ফ্লেচারকে সমর্থন দেওয়া আমার কর্তব্য। প্রসঙ্গত, ফ্লেচার ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৫টি ওয়ানডে ও ২২টি টোয়েন্টি২০ ম্যাচ খেলেছেন তিনি।
জেআর/এআরএস/এমএস