হ্যান্ডবলে বাংলাদেশ পুলিশের জয়


প্রকাশিত: ০৮:২৫ এএম, ২৯ মে ২০১৫
প্রতীকী ছবি

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ পুলিশ পুরুষ হ্যান্ডবল দল ৩৬-২৮ গোলে পশ্চিমবঙ্গ পুরুষ হ্যান্ডবল দলকে পরাজিত করেছে।

বিজয়ী দল প্রথমার্ধে ২২-১৪ গোলে এগিয়ে ছিল। বাংলাদেশ পুলিশের পক্ষে মাহবুব ও আরিফ ৮টি করে এবং মোহন ও হেলাল ৫টি করে গোল করেন। অন্য খেলায় বিজেএমসি প্রমীলা হ্যান্ডবল দল ২৪-২০ গোলে পশ্চিমবঙ্গ প্রমীলা হ্যান্ডবল দলকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৩-৯ গোলে এগিয়ে ছিল।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।