১-১ গোলে ড্র করল আবাহনী - ব্রাদার্স


প্রকাশিত: ০৫:৩১ এএম, ২৩ সেপ্টেম্বর ২০১৪

সিনিয়র ডিভিশন ফুটবলে সোমবার দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ব্রাদার্স ইউনিয়ন ও উত্তর বারিধারা ক্লাব। ১-১ গোলে ড্র হয় দুই দলের লড়াই। অপর ম্যাচে মুখোমুখি হয় ব্রাদার্স ইউনিয়ন ও ফেনী সকার ক্লাব। তাদের ম্যাচও গোলশূন্য ড্র হয়।

ব্রাদার্স-বারিধারার ম্যাচের প্রথমার্ধের লড়াই গোলশূন্য থাকে। দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে ব্রাদার্সের দিপ্ত দলকে লিড এনে দেন। এর দশ মিনিট পর বারিধারার হারুণ গোল করে ম্যাচের ভাগ্য পাল্টে দেন। শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠে ছাড়ে দুই দল। আবাহনী ও ফেনী সকারের ম্যাচে অবশ্য গোলের দেখা পায়নি কেউ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।