জমে উঠেছে বিশ্বকাপের স্যুভেনির শপগুলো

রফিকুল ইসলাম
রফিকুল ইসলাম রফিকুল ইসলাম , বিশেষ সংবাদদাতা সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া থেকে
প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ২৩ জুন ২০১৮

ব্রাজিল-কোস্টারিকা ম্যাচের পর সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়াম ভালো একটা বিশ্রামই পাচ্ছে। ২৬ জুন এখানে পরের ম্যাচ আর্জেন্টিনা ও নাইজেরিয়ার মধ্যে। মাঝের তিনদিন রাশিয়ার দ্বিতীয় বৃহত্তর শহরের ভেন্যুটি ঝিমিয়েই থাকবে। শনিবার স্টেডিয়াম চত্বরে গিয়ে কিছুই মেলানো গেলো না ২৪ ঘণ্টা আগের পরিবেশের সঙ্গে। প্রতিটি ফটক বন্ধ করে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা গল্প করে সময় কাটাচ্ছেন। এমনকি এদিন ভেন্যুর প্রধান মিডিয়া সেন্টারও বন্ধ রাখা হয়েছে।

তবে স্টেডিয়ামের ঠিক সামনের বিশাল পার্কে মানুষের গাদাগাদি। বিভিন্ন বয়সের মানুষ এখানে ঘুরছেন, সময় কাটাচ্ছেন। বিশ্বকাপ দেখতে আসা অনেক বিদেশি অতিথিও অলস দিনে সময় কাটাচ্ছেন পার্কে। তবে দিনটি অনেকে কাজে লাগাচ্ছেন বিভিন্ন স্যুভেনির শপে ঘুরেও।

সেন্ট পিটার্সাগবার্গ স্টেডিয়ামের সামনের বিশাল পার্কের মাঝ দিয়ে যে পথটি এগিয়ে গেছে, সেখানে আছে এ এলাকার পুরোনো পেস্তোভস্কি অস্ত্রভ মেট্রো রেল স্টেশন। জায়গা বেশ ব্যস্ত। পার্কে আসা মানুষের বেশিরভাগই এ স্টেশনটি ব্যবহার করেন। দুই পাশে অনেক খাবারের দোকান। বাচ্চাদের খেলনার নানা রকমরে পসরা সাজিয়ে বসেছে আরও বেশ কিছু দোকানি।

তারই পাশে ছিমছাম একটা স্যুভেনির শপ। মানুষের উপচে পড়া ভিড়। রাশিয়া বিশ্বকাপ-২০১৮ এর লোগো ও মাসকট দিয়ে নানা ধরনের পণ্য সাজিয়ে রাখা হয়েছে। কলম, কোটপিন, চাবির রিং, বিভিন্ন ধনের মগ, গ্লাস, টি-শার্ট, ছোট-বড় বল, মাফলার, জার্সি আরো অনেক কিছু।

দাম চড়া হলেও মানুষ সেখান থেকে বিশ্বকাপের বিভিন্ন স্মারক কিনে নিচ্ছেন সংরক্ষণের জন্য। ক্রেতাদের বেশিরভাগই ভীন দেশের। বিশেষ করে যারা বিশ্বকাপের খেলা দেখতে সেন্ট পিটার্সবার্গ এসেছেন তারাই ব্যস্ত স্যুভেনিরশপেড কেনাকাটায়।

আরআই/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।