করোনায় আক্রান্ত অ্যাথলেট দম্পতি মিলজার-রেহানা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:২৮ পিএম, ০৭ আগস্ট ২০২১

করোনায় আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নিচ্ছেন দুই সাবেক তারকা অ্যাথলেট মিলজার হোসেন ও রেহানা পারভীন। গত বৃহস্পতিবার (৫ আগস্ট) তারা দুইজন কোভিড-১৯ পরীক্ষা করালে ফলাফল পজিটিভ আসে।

কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছেন রেহানার বাবা। ভর্তি ছিলেন আনোয়ার খান মডার্ন হাসপাতালে। সেখান থেকে শুক্রবার তাকে ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

‘আমাদের মধ্যে করোনার তেমন কোন উপসর্গ ও সমস্যা নেই। গতকাল একটু সর্দি ছিল, তাও আজ কমেছে। আমরা বাসায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছি ও নিয়ম-কানুন মেনে চলছি। সবাই যেন আমাদের জন্য দোয়া করেন’- বলছিলেন ৪০০ মিটারে বাংলাদেশ থেকে প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করা অ্যাথলেট মিলজার হোসেন।

তার স্ত্রী রেহানা পারভীন নব্বইয়ের দশকে অ্যাথলেটিক ট্র্যাক মাতিয়েছেন। হয়েছিলেন দেশের দ্রুততম মানবী।

আরআই/এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।