টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। ম্যাচে বাংলাদেশ দলের হয়ে অভিষেক হয়েছে অফস্পিনার সাব্বির রহমানের। দলে আছেন আইসিসি থেকে ছাড়পত্র পাওয়া বোলার আল-আমিন হোসেন। তিনজন পেসার ও তিনজন স্পিনার নিয়ে আজ খেলছে বাংলাদেশ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ২১ রান। ব্যক্তিগত ৫ রানে পানিয়াঙ্গারার বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন তামিম। ম্যাচ শুরুর আগে প্রয়াত ধারাভাষ্যকার মঞ্জুর হাসান মিন্টুর জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়।