প্রথম ওয়ানডেতে ব্যাট করছে শ্রীলঙ্কা
ইংল্যান্ড ও শ্রীলংকার মধ্যকার সাত ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাট করছে শ্রীলঙ্কা। শেষ খবর অনুযায়ী, ২ উইকেট হারিয়ে ৩৬ ওভারে লঙ্কানদের সংগ্রহ ১৯১ রান।
এর আগে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে হেরে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাটিং এ পাঠায় ইংল্যান্ড। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়েরও প্রায় দুই ঘণ্টা পর খেলা শুরু হয়। এই মুহুর্তে উইকেটে রয়েছেন তিলকারাত্নে দিলশান (৪৯) এবং কুশাল পেরেরা (৫৫)।
ইংল্যান্ড দলঃ
মইন আলি, অ্যালিস্টার কুক (অধিনায়ক), ইয়ান বেল, জোই রুট, জস বাটলার (উইকেট রক্ষক), বেন স্টোকস, ক্রিস ওয়াকেস, রবি বোপারা, জেমস ট্রেডওয়েল, হ্যারি গার্নি।
শ্রীলংকা দলঃ
তিলকারাত্নে দিলশান, কুশাল পেরেরা, কুমার সাঙ্গাকারা (উইকেট রক্ষক), মাহেলা জয়াবর্ধনে, এঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, জিভাআ মেন্ডিস, তিসারা পেরেরা, ধাম্মিকা প্রাসাদ, রঙ্গনা হেরাথ, অজন্তা মেন্ডিস।