সিরিজ জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ
জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে জয়ের দ্বারপ্রান্তে স্বাগতিক বাংলাদেশ। আর এ ম্যাচে জয় পেলেই সিরিজ নিশ্চিত করবে টাইগাররা।
আজকের খেলায় ঢাকার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল সফরকারী জিম্বাবুয়ে। বাংলাদেশ ব্যাট করে জিম্বাবুয়ে জয়ের জন্য ২৯৮ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেয়।
২৯৮ রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩১ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করেছে সফরকারী জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের ইনিংসের শুরুতেই দুই উদ্বোধনী ব্যাটসম্যান ভুসি সিবান্দা ও হ্যামিল্টন মাসাকাদজাকে সাজঘরে ফেরান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
মাশরাফির করা ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে দলীয় ৯ রানে আরাফাত সানির হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন সিবান্দা। তিনি করেন ৯ রান।
এরপর পঞ্চম ওভারের প্রথম বলে আবারও আঘাত হানেন মাশরাফি। এবার তার শিকার মাসাকাদজা। উইকেটের পেছনে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে তিনি করেন ১২ রান।
ইনিংসের অষ্টম ওভারে দলীয় ৩৯ রানে জিম্বাবুয়ের তৃতীয় উইকেটের পতন হয়। রুবেল হোসেনের করা ওই ওভারের শেষ বলে মাশরাফির হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন জিম্বাবুয়ের ব্যাটসম্যান টিমিসেন মারুমা। তিনি করেন ৮ রান।
১৮তম ওভারে দলীয় ৮০ রানে চতুর্থ উইকেট হারায় জিম্বাবুয়ে। আরাফাত সানির করা ওই ওভারের শেষ বলে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে সাজঘরে ফেরেন সলোমন মিরে। তিনি করেন ১২ রান।
পরেই ওভারেই আঘাত হানেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্রেন্ডন টেইলরকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে ফেরান তিনি। টেইলর করেন ২৮ রান।
এরপর দলীয় ১১৯ রানে চাকাভাকে বোল্ড করে জিম্বাবুয়ের ষষ্ঠ উইকেটের পতন ঘটান মাহমুদুল্লাহ। চাকাভা করেন ১৪ রান।
৩১তম ওভারে দলীয় ১২৬ রানে জিম্বাবুয়ের সপ্তম উইকেটের পতন হয়। রুবেল হোসেনের করা ওই ওভারের দ্বিতীয় বলে এলবিডব্লিউর শিকার হয়ে সাজঘরে ফেরেন পিটার মুর। তিনি করেন ২ রান।
বাংলাদেশ দল
তামিম ইকবাল, এনামুল হক, মমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মাশরাফি মুর্তজা, আরাফাত সানি, রুবেল হোসেন, শফিউল ইসলাম।
জিম্বাবুয়ে দল
মারুয়ামা, হ্যামিল্টন মাসাকাদজা, ভুসিমুজি সিবান্দা, টেইলর, চাকাবভা, এল্টান চিগুম্বুরা, মুর, পানিয়াঙ্গারা, মাদজিবা, মিরে, কামুঙ্গজি।