প্রতিপক্ষ নিয়ে ভাবছে না বাংলাদেশ


প্রকাশিত: ১১:০২ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৬

প্রথমবারের মত আইসিসির কোন টুর্নামেন্টের সেমিফাইনালে খেলছে বাংলাদেশ। সামনে লক্ষ্য আরও বড়। সেমিফাইনালের গণ্ডি পেরোতো পারলেই ফাইনালের বিশাল মঞ্চ। সে মঞ্চেই চোখ এখন যুবাদের। ফাইনালে ওঠার সামনে এখন সবচেয়ে বড় বাধা ওয়েস্ট ইন্ডিজ। তবে প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটসম্যান ও সহ-অধিনায়ক নাজমুল হাসান শান্ত। নিজেদের সেরা পারফরমেন্স দিয়েই ফাইনালের মঞ্চে জায়গা করে নেবেন বলেও জানান তিনি।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দলের অনুশীলন শেষে শান্ত বলেন, ‘আমি আগেও বলেছি, যার বিপক্ষেই ম্যাচ খেলি না কেন, আমাদের কাজ থাকবে একই রকম। ওয়েস্ট ইন্ডিজ হোক, ভারত কিংবা, নেপালই যেই হোক; রিল্যাক্সের কিছু নেই। আর আত্মবিশ্বাস বেশিও নেই, কমও নেই। আগে যেরকম ছিল ওরকমই আছে। আমরা ম্যাচ জিতছি প্রথম থেকে, এ কারণে সবাই আছি ফুরফুরে মেজাজে।’

বিশ্বকাপ শুরুর আগে এ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলেছিল বাংলাদেশ। আর তিনটি ম্যাচেই সহজ জয় তুলে নিয়েছিল যুবারা। সেই সুখস্মৃতি কতটা কাজে আসবে? এ নিয়ে শান্ত বলেন, ‘ওরা আমাদের সঙ্গে এর আগে একটা সিরিজ খেলছে। তবে ওরা কিন্তু অনেকদিন ধরেই আমাদের দেশে আছে। ভালোই মানিয়ে নিয়েছে এবং ভালো ক্রিকেটও খেলছে। শক্তিশালি বলবো না; যে ভালো ক্রিকেট খেলবে সেই জিতবে। ওভাবে দেখছি না যে খুব ভালো, শক্তিশালি; কিংবা আমরা অনেক বেশি চিন্তিত। আবার এটাও চিন্তা করছি না যে ওয়েস্ট ইন্ডিজ কিছু না; আমরা সহজেই জিতব। আমরা আমাদের স্বাভাবিক চিন্তাটাই করছি।’

আগামী বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ফাইনালের ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

আরটি/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।