মিরাজের অর্ধশত
যুবাদের সবচেয়ে বড় আসর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের অর্ধশত তুলে নিলেন যুবা টাইগারদের অধিনয়ক মেহেদি মিরাজ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৩ ওভার শেষে যুবাদের সংগ্রহ ৫ উইকেটে ১৮০ রান। মিরাজ ৫১ আর সাইফউদ্দিন ২৭ রান নিয়ে ব্যাট করছে।
এর আগে শের-ই-বাংলা স্টেডিয়ামে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারের শেষ বলে ওপেনার পিনাক ঘোষের উইকেট হারায় বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই তিনি ফিরে যান সাজঘরে। এরপর সপ্তম ওভারের প্রথম বলেই পিনাককে অনুসরণ করেন আরেক ওপেনার সাইফ হাসান। ১৬ বল খেলে ব্যক্তিগত ১০ রান করে দলীয় ২৭ রানের সময় আউট হয়ে যান তিনি।
এমন অবস্থায় দলকে কিছুটা এগিয়ে যান জয়রাজ শেখ এবং নাজমুল হোসাইন শান্ত। তৃতীয় উইকেটে দুজনে মিলে গড়েন ৩১ রানের জুটি। তবে ১৩তম ওভারের শেষ বলে দলীয় ৫৮ রানে হেটমায়েরের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন শান্ত। ২৪ বল খেলে তিনি করেন ১১ রান। ২২তম ওভারে ব্যক্তিগত ৩৫ রান করে স্প্রিংগারের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেছেন জয়রাজ। আর হোল্ডারের বলে বোল্ড হন জাকির (২৪)। সাইফউদ্দিনকে সাথে নিয়ে ৬৮ রানের জুটি গড়ে দলের বিপর্যয় কাটান মিরাজ।
এমআর/এমএস