টস জিতে ফিল্ডিংয়ে ওয়েস্ট ইন্ডিজ


প্রকাশিত: ০২:৫৯ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

যুবাদের সবচেয়ে বড় আসর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নেওয়ার লক্ষ্যে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে ক্যারিবীয় অধিনায়ক। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ৯ টায়।

পুরো টুর্নামেন্টে ভারতের সামনে দাঁড়াতে পারেনি কোনও দল। ফাইনালেও নিজেদের সেরাটাই দিতে চাইছে পুরো দল। ধারাবাহিকতার দিক থেকে দেখতে গেলে ভারতের মিডল অর্ডার নিয়মিত ভরসা দিচ্ছে দলকে। সেমিফাইনালেই তা প্রমাণ হয়েছে। ভারতীয় ব্যাটিংকে ভরসা দিচ্ছেন সরফরাজ খান, ঋষভ পান্থ, আরমান জাফররা। ফাইনালেও এরাই বড় ভরসা। রিকি ভুঁইকে বসিয়ে আনমোলপ্রীতকে দলে নেওয়াটাও কাজে লেগেছে। এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তিন নম্বরে ব্যাট করতে নেমে ভরসা দিচ্ছেন আনমোল।

এদিকে ভারতের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে প্রত্যাশার চাপ ঝেরে ফেলার চেষ্টা করছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতকে ফেবারিট মানলেও তাদের নিয়ে ততটা উদ্বিগ্ন নয় তারা। এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হেটমেয়ার বলেন, ভারত শক্তিশালী দল, সন্দেহ নেই। তবে একদিন আগে আমরা বাংলাদেশের সঙ্গে খেলেছি এবং তাদেরকে হারিয়েছি। ভারতের বিপক্ষে আমরা মাঠে নামব এবং নিজেদের সেরা ক্রিকেট খেলব। আশা করছি, আমরা ভালো খেলে চ্যাম্পিয়ন হতে পারব।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।