২৫১ টাকায় স্মার্টফোন!


প্রকাশিত: ০৮:০৪ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

বাজারে আসছে পৃথিবীর সবচেয়ে কমদামী স্মার্টফোন। অবিশ্বাস্য হলেও সত্য; মাত্র ২৫১ টাকায় পাওয়া যাবে এই স্মার্টফোন। বুধবার থেকে ভারতীয় কোম্পানি রিংগিং বেলস প্রাইভেট লিমিটেডের তৈরি এই ফোন বাজারে পাওয়া যাবে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রংগিং কোম্পানি স্মার্টফোনটির নাম দিয়েছে ‘ফ্রিডম ২৫১’। মনে করা হচ্ছে, পৃথিবীর সবচেয়ে কমদামী ফোন হতে চলেছে এটি।

রংগিং কর্তৃপক্ষ জানিয়েছে, ২৫১ টাকার এ ফোনটিতে আছে ৪ ইঞ্চি ডিসপ্লে, ১ দশমিক ৩ গিগা হার্টজ কোয়াড কোর প্রসেসর, ১ জিবি র্যাম, ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৩ দশমিক ২ রেয়ার ক্যামেরা, ০ দশমিক ৩ ফ্রন্ট ক্যামেরা এবং ১৪৫০ এমএএইচ ব্যাটারি।

এদিকে, সরকারি সাহায্য নিয়ে এই ফোন তৈরি করা হয়েছে বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। সমালোচকরা বলছেন, মোদির `মেক ইন ইন্ডিয়া` স্লোগানের সাফল্য প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে এই স্মার্টফোন তৈরিতে বিনিয়োগ করেছে ক্ষমতাসীন বিজেপি সরকার।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।