পাকিস্তানের বোলিং কোচ আজহার মাহমুদ
পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দলটির সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদ। তিনি সাবেক লেগ স্পিনার মুস্তাক আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন। ৪০ বছর বয়সী আজহার মাহমুদ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
খুব শিগগিরই পাকিস্তান জাতীয় একাডেমি দলের প্রধান কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন মুস্তাক আহমেদ। তাই এই পদে আজহার মাহমুদকে নিয়োগ দেয়া হয়। দলের প্রধান কোচ ওয়াকার ইউনুসের অনুরোধেই ইসলামাবাদ ইউনাইটেডের এই খেলোয়াড়কে বোলিং কোচের দায়িত্ব দেয়া হয় বলে জানা গেছে।
আজহার বলেন, ‘পিসিবি আমাকে জাতীয় দলের হয়ে কাজ করার জন্য ডাক দিয়েছে এবং আমি সময় দিতে পারব কিনা জিজ্ঞাসা করেছে। এটা খুবই সম্মানজনক যদি পাকিস্তান ক্রিকেটের হয়ে এই কাজটি করতে পারি। ’
উল্লেখ্য, ২১টি টেস্ট ম্যাচ খেলে ৩৯ উইকেট নিয়েছেন আজহার। এছাড়াও তিনটি সেঞ্চুরি সহ ৯০০ রান করেছেন এ অলরাউন্ডার। আর ১৪৩টি ওয়ানডে ম্যাচ খেলে ১২৩টি উইকেটের পাশাপাশি ১৫২১ রান করেছেন তিনি।
আরটি/একে/এমএস