এশিয়া কাপের মূল পর্বের পথে আরব আমিরাত
হংকংকে হারিয়ে এশিয়া কাপের বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। লড়াইয়ে হংকংকে ৬ উইকেটে হারিয়ে মূল পর্বে এক পা দিয়ে রাখলো আকিব জাভেদের শিষ্যরা। শেষ ম্যাচে ওমানকে হারাতে পারলে মূল পর্বে উঠবে আইসিসির সহযোগী এই দেশটি।
হংকংয়ের দেওয়া ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২২ রানে দুই ওপেনারকে হারায় আরব আমিরাত। তবে মিডেল অর্ডারে মোহাম্মদ শাহজাদ ও মোহাম্মদ ওসমানের দৃঢ়তায় সহজ জয় পায় তারা। ১৮.৩ ওভারে চার উইকেট হারিয়ে জয় তুলে নেয় আরব আমিরাত।
দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন মোহাম্মদ শাহজাদ। ৩৯ বলে ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন মোহাম্মদ ওসমান। এছাড়া ২৫ রানে অপরাজিত থাকেন শায়মান আনোয়ার। হংকংয়ের পক্ষে ১টি করে উইকেট পেয়েছেন নাদিম আহমেদ, তানবির আফজাল, মার্ক চাপম্যান ও আইজাজ খান।
এর আগে রোববার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে হংকং। শুরুটা ভালো না হলেও মিডেল অর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় দেড়শ কাছাকাছি সংগ্রহ পায় দলটি। নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে তারা।
দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন বাবর হায়াত। ৪৫ বলে ৮টি চারের সাহায্যে এ রান করেন তিনি। এছাড়া মার্ক চ্যাপম্যান ২৯ ও নিজাকত খান ২৮ রান করেন। আর আমিরাতের পক্ষে মোহাম্মদ নাভিদ ১৪ রানে ৩টি উইকেট নিয়ে সেরা বোলার। এছাড়া আমজাদ জাভেদ ২টি, ফারহান আহমেদ ১টি ও আহমেদ রাজা ১টি করে উইকেট পান।
এ জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রইলো আরব আমিরাত। সমান ম্যাচে আফগানিস্তান ও ওমানের সংগ্রহ ২ পয়েন্ট। আগামীকাল (সোমবার) ওমানকে হারালেই ৬ পয়েন্ট নিয়ে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে আরব আমিরাত।
আরটি/এমআর/পিআর