চুলে ট্রিম করার সঠিক উপায়


প্রকাশিত: ০৪:৫৭ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

অনেকেই মনে করেন, ট্রিম করা মানে আবারো চুল কাটা, কিংবা এক-দুই ইঞ্চি কেটে ফেলা। বিষয়টি তা নয়। সামান্য আগা ছাটাই হচ্ছে ট্রিম। বিউটি পার্লারে গিয়ে আপনি কতোটুকু চুল ছাটতে চান তা আগে ভাল করে বুঝিয়ে বলতে হবে। চুলে যে কাট ছিল, সেটিও বলে নিন। সে অনুযায়ী ট্রিম করতে হবে। তাহলে আর ঝামেলায় পড়তে হবে না।

ট্রিম করার সময়
সাধারণত তিন মাস পর চুলের আগা ছাটতে হয়। কিন্তু লেয়ার কাট, ভলিউম লেয়ার, ভলিউম স্টেপ, ডিপ ইউ কাট থাকলে এক মাস অন্তর ট্রিম বা আগা ছাঁটা উচিত। এতে চুলের কাটের কোন পরিবর্তন হবে না। আগের মতো সুন্দর দেখাবে। তা না হলে আগা সরু হয়ে এসব কাটের বিশেষত্ব হারাবে। এরপর আপনি চাইলে ছয় মাস পর নতুন কোন কাটে আপনার চুল সাজিয়ে পরিবর্তন করতে পারেন আপনার লুকস।

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।