টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু


প্রকাশিত: ০৯:০৬ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

আগামী ১৬ মার্চ থেকে ভারতে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তবে এর আগে বাছাই পর্ব শুরু হবে ৮ মার্চ থেকে। বুধবার রাত ১২ টার পর থেকে এ টুর্নামেন্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। আইসিসির ওয়েবসাইটে এমন তথ্য জানিয়ে দেওয়া হয়।

অনলাইনে টিকিট বিক্রির জন্য বিসিসাই ‘বুক মাই শো’ নামের এক প্রতিষ্ঠানকে স্বত্বাধিকার দিয়েছে। তবে প্রথম পর্বে ভারতের ম্যাচগুলো এবং সেমি-ফাইনাল ও ফাইনাল ছাড়া বাকি টিকিট বিক্রয় করা হবে। আর ভারতের ম্যাচগুলো এবং সেমি-ফাইনাল ও ফাইনালের টিকিট পেতে লটারিতে বিজয়ী হতে হবে। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে আইসিসি। লটারিতে অংশগ্রহণের জন্য আইসিসির ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে।  

লটারিতে টিকিট বিক্রি নিয়ে আয়োজক কমিটির একজন বলেন, ‘আমাদের বাধ্য হয়েই লটারিতে টিকিট দিতে হচ্ছে। ভারতের ম্যাচগুলোর প্রচণ্ড চাহিদা থাকায় আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।’

আরটি/এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।