শিশু মেলায় পরিণত হয়েছে বইমেলা


প্রকাশিত: ০৭:০৭ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

সাপ্তাহিক ছুটির দিন ও মেলার শেষ শুক্রবার হওয়ায় ক্রমেই ভীড় বাড়ছে বইমেলায়। তবে বড়দের পাশাপাশি ভিড় বাড়ছে শিশুদেরও। বই কী জিনিস তাও হয়তো জানা নেই অনেক শিশুর। তারপরও বইমেলায় চলে এসেছে তারা। কারণ আজ অমর একুশে বইমেলার ‘শিশু প্রহর’।

বইমেলা পরিদর্শনে দেখা যায়, বাবা-মা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে অনেক শিশু এসেছে অমর একুশে বইমেলায়। শিশুদের এমন উপস্থিতিতে যেন বইমেলাটিই রূপ নিয়েছে শিশু মেলায়। সকাল থেকে দুপুর পর্যন্ত যারাই মেলায় এসেছেন তাদের বেশিরভাগই এসেছেন শিশুদেরকে সঙ্গে নিয়ে।

Book-fair

পুরান ঢাকার লালবাগ থেকে ৬ বছরের তামান্নাকে নিয়ে মেলায় এসেছেন হুমায়ুন ছিফাত। তিনি জানান, আজ শিশু প্রহর হওয়ায় সন্তানকে নিয়ে মেলায় এসেছি। বইমেলা সম্পর্কে ভালো ধারণা না থাকলেও বড় হওয়ার সঙ্গে সঙ্গে বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে ৪ বছর বয়স থেকেই শিশু সন্তানকে বইমেলায় নিয়ে আসেন বলেও জানান তিনি।

প্রথম শ্রেণিতে পড়ছে এমন এক শিশু মারিয়া। বইমেলায় এসেছে তার মায়ের সঙ্গে। বিনোদনের স্থানগুলো পরিভ্রমণ শেষে কয়েকটি শিশুদের বই নিয়েছে মারিয়া। ছড়া কবিতা জানে কি না জানতে চাইলে বেশ কয়েকটি কবিতা আবৃতি করে শোনায় সে।

এদিকে আজ (শুক্রবার) দুপুর ১টা পর্যন্ত শিশু প্রহর হওয়ায় সকাল থেকেই শিশুদের ভিড়ের সঙ্গে শিশুদের বইও বেশি বিক্রি হচ্ছে। বাংলাদেশ শিশু একাডেমিসহ যারাই শিশুদের বই নিয়ে মেলায় অংশ নিয়েছের তাদের বিক্রি ভালো বলেও জানান তারা।

এমএম/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।