অবশেষে থামলেন সানিয়া-হিঙ্গিস


প্রকাশিত: ০১:১০ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

অবশেষে থামতে বাধ্য হলেন সানিয়া মির্জা এবং মার্টিনা হিঙ্গিস। টানা ৪১ ম্যাচ জেতার পর হারলেন এই ইন্টো-সুইস জুটি। কাতার ওপেনের কোয়ার্টার ফাইনালে ৬-২, ৪-৬, ৫-১০ গেমে হারলেন সান্টিনারা। রাশিয়ান জুটি এলিনা ভেসনিনা এবং দারিয়া কাসাতকিনার কাছে।

গত আগস্টে সিনসিনাতি ওপেনের ডাবলসে শেষবার হেরেছিলেন সানিয়া-মার্টিনা জুটি। এর আগের রাউন্ডেও সমস্যায় পড়েছিলেন দুজনে। ওই ম্যাচও গড়িয়েছিল তিন সেটে। এখানে হেরে যাওয়ায় মহিলাদের ডাবলসে একটানা রেকর্ড ম্যাচ জেতার সুযোগ হাতছাড়া করলেন সানিয়া-মার্টিনা।

এই বছরের শুরু থেকেই ভারত ও সুইজারল্যান্ডের টেনিস জুটি অপ্রতিরোধ্য গতিতে এগিয়েছেন। ব্রিসবেন, সেন্ট পিটার্সবার্গ থেকে অস্ট্রেলিয়া ওপেন। কোনও টুর্নামেন্টেই তাদের রোখা যায়নি। উইম্বলনডন, ইউএস ওপেন, অস্ট্রেলিয়া ওপেন এবং ফ্রেঞ্চ ওপেন জয় করে অপ্রতিরোধ্য হয়ে উঠছিলেন সানিয়া-হিঙ্গিস। একের পরে এক গ্র্যান্ড স্ল্যাম জয়ের পরে অবশেষে কাতার ওপেনে থমকে গেল তাদের বিজয় রথ।

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।