শুরু হচ্ছে প্রহেলিকা


প্রকাশিত: ০৭:৩৮ এএম, ০২ মার্চ ২০১৬

এটিএন বাংলায় আজ বুধবার, ২ মার্চ থেকে সম্প্রচার শুরু হচ্ছে আরো একটি নতুন ধারাবাহিক নাটক। ‘প্রহেলিকা’ নামের এই নাটকটি প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৮ টায় প্রচারিত হবে।

সিচুয়েশনাল কমেডি নির্ভর এই ধারাবাহিকটি রচনা করেছেন আহসান হাবিব। পরিচালনা করেছেন বিক্রম খান। তৌকীর ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, শামীমা তুষ্টি, মাজনুন মিজান, ফারুক আহমেদ, শফিকুল দিলু, বরুণ প্রমুখ।

এর গল্পে দেখা যাবে একটি অফিসের বিভিন্ন ধরনের মজার কর্মকান্ড। যেই অফিসের বস তৌকীর আহমেদ। অফিসের এই স্মার্ট, ব্যাচেলর বসের রয়েছে সুন্দরী পিএস শামীমা তুষ্টি। অন্য কোনো কলিগ নয় স্বয়ং বসই তুষ্টির প্রতি দূর্বল। কিন্তু ব্যাপারটি বস নিজের ভেতরেই রাখেন, কখনও তা প্রকাশ করেন না। কারণ তিনি বস হিসেবে নিজেকে অনেস্ট রাখতে চান। অফিসের অন্যান্য স্টাফদের মধ্যে রয়েছেন ফারুক আহমেদ, মাজনুন মিজান, শফিকুল দিলু, বরুণসহ আরও অনেকে।

যারা প্রতিদিন অফিসে এসেই কোনো না কোনো অঘটন ঘটায়। আর এসব ঘটনার সমাধান করতে গিয়ে প্রতিদিনই অফিসের বসকে রীতিমতো হিমশিম খেতে হয়। প্রতিদিন অফিসে এসেই তাকে বিভিন্ন ঝামেলার সমাধান করতে হয়। এসব থেকে রক্ষা পেতে গিয়ে কোনো ফুরসত মেলে না তার।

সুন্দরী পিএস`র সঙ্গে দু’দন্ড কথা বলাও হয়ে ওঠে না। উল্টো কর্মচারীদের নিয়ে শঙ্কায় থাকতে হয় তাকে। তৌকীর আহমেদের অফিসের প্রতিদিনের মজার মজার ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে এগিয়ে চলে প্রহেলিকা ধারাবাহিকের গল্প।  

এলএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।