শিক্ষকের বেত্রাঘাতে মাদরাসাছাত্র আহত


প্রকাশিত: ১২:০৭ পিএম, ০২ মার্চ ২০১৬

ফটিকছড়ি উপজেলার নানুপুর গাউছিয়া মাদরাসার এক ছাত্রকে অমানবিকভাবে বেত্রাঘাত করেছেন এক শিক্ষক। ছুটি শেষে নির্দিষ্ট সময়ে মাদরাসায় না আসার কারণে বুধবার সকালে এই বেত্রাঘাত করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, নানুপুর গাউছিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র মো. রাহাত উদ্দিন (১১) সম্প্রতি মাদরাসা ছুটি হলে বাড়ি যায়। শারীরিক অসুস্থতার কারণে বন্ধের পর খোলার নির্দিষ্ট দিন মাদরাসায় হাজির হতে পারেনি সে।

বুধবার সকালে সে মাদরাসায় উপস্থিত হলে হেফজ বিভাগের শিক্ষক হাফেজ ফরিদ তাকে অমানবিকভাবে দিয়ে বেত্রাঘাত করেন। পরে অন্যান্য শিক্ষকরা এসে রাহাত উদ্দিনকে মুক্ত করে। এতে তার পিঠে, কোমরে, পায়ে ও মাথাসহ বিভিন্নস্থানে জখম হয়।

এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক হাফেজ ফরিদ উদ্দিনের মুঠোফোনে বার বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

মাদরাসার অধ্যক্ষ মুছলেহ উদ্দিন মাদানী বলেন, ‘শিক্ষকের বেত্রাঘাতে ছাত্রের শরীরে ফুলা-জখম হয়েছে। তাকে চিকিৎসা দেয়া হয়েছে। তার অভিবাবককে ডেকে শিক্ষকের সাথে মিলমিশ করে দেয়া হয়েছে। আর অভিযুক্ত শিক্ষকের কাছ থেকে আর কখনো ছাত্রকে বেত্রাঘাত করবেন না মর্মে মুচলেকা নেয়া হয়েছে।’

জীবন মুছা/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।