বন্দুকযুদ্ধে জোড়া খুনের দুই আসামি নিহত
নরসিংদীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জোড়া খুন মামলার ২ আসামি নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার রাত ৩ টায় শহরের ইউএমসি জুট মিলের পার্শ্ববর্তী বালু মাঠে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শহরের নাগরিয়াকান্দী এলাকার জহিরুল ইসলাম ও রাকিব মিয়া। আহত হোসেন আলীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় চাঁদা না দেয়ায় শহরের ভাগদীতে সশস্ত্র সন্ত্রাসীরা ব্যবসায়ী খোকন খন্দকার ও তাঁর বন্ধু আরিফ খন্দকারকে গুলি করে হত্যা করে। এই ঘটনায় রাতেই নিহত খোকন খন্দকারের বড় ভাই সেলিম খন্দকার বাদী হয়ে নাগরিয়াকান্দী এলাকার সন্ত্রাসী ইসলামকে প্রধান করে ১৪ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ রাত ৩টার দিকে শহরের ইউএমসি জুট মিলের পার্শ্ববর্তী বালু মাঠে অভিযান চালায়।
পুলিশ বালু মাঠে অবস্থান করা এক দল সন্ত্রাসীকে ঘিরে ফেললে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে সন্ত্রাসীদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় জোড়া খুন হত্যা মামলার এজাহারনামীয় আসামি জহিরুল, রাকিব ও হোসেনকে গ্রেফতার করে। তাদের নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জহিরুলকে মৃত ঘোষণা করে। আশঙ্কাজনক অবস্থায় বাকী ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে রাকিবের মৃত্যু হয়।
নরসিংদী সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, নিহতরা সকলেই জোড়া খুন হত্যা মামলার এজাহারনামীয় আসামি। তাদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ২টি চাপাতি উদ্ধার করে।
সঞ্জিত সাহা/এসএস/আরআইপি