বঙ্গবন্ধু কাবাডির ফাইনালে বাংলাদেশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ২০ মার্চ ২০২৩

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির ফাইনালে নাম লিখিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

আজ সোমবার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ৪৫-২৬ পয়েন্টে হারিয়েছে থাইল্যান্ডকে। প্রথমার্ধে স্বাগতিকরা ১৭-১১ পয়েন্টে এগিয়ে ছিল।

ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশ অধিনায়ক তুহিন তরফদার। এ নিয়ে সর্বাধিক তিনবার ম্যাচসেরা হলেন তিনি। সেমিফাইনালে চোট পাওয়া রোমান হোসেন সেমিফাইনালে খেলেছেন।

সেমিফাইনালে বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। থাইল্যান্ড শুরুতেই দুটি পয়েন্ট আদায় করে নেয়। পক্ষান্তরে বার বার রেইড দিয়ে বাংলাদেশ কোন পয়েন্ট আদায় করতে পারছিল না।

এরপর আস্তে আস্তে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ এবং ১৭-১১ পয়েন্টে লিড নিয়ে বিরতিতে যায়। বিরতির পর আরও বিধ্বংসী হয়ে বড় ব্যবধানের জয় নিয়ে ম্যাট ছাড়ে এবং হ্যাটট্রিক ফাইনালে ওঠার আনন্দে মেতে ওঠে লাল-সবুজ বাহিনী।

মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় বাংলাদেশ ফাইনাল খেলবে চাইনিজ তাইপের বিপক্ষে। দ্বিতীয় সেমিফাইনালে চাইনিজ তাইপে ৫২-৪৪ পয়েন্টে ইরাককে হারিয়ে প্রথমবারের মতো এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছে।

আরআই/এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।