শুরু হলো শিরোপা লড়াই
টস জিতেছে ভারত। ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশকে। টস হেরে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। সাড়ে ৯টায় শুরু হয়ে গেছে এশিয়া কাপের শিরোপা লড়াই। বাংলাদেশের হয়ে ব্যাট করতে নেমেছেন তামিম ইকবাল এবং সৌম্য সরকার।
প্রথম ওভারেই বল করতে আসেন রবিচন্দ্র অশ্বিন। এই ওভার থেকে দুই ব্যাটসম্যান রান নেন ৫টি। একটি বাউন্ডারি। দ্বিতীয় ওভারের প্রথম বলেও এলো বাউন্ডারি।
এ রিপোর্ট লেখার সময় ১.৪ ওভার শেষে বাংলাদেশের রান কোন উইকেট না হারিয়ে ১০। তামিম ৬ এবং সৌম্য ৪ রান।
আইএইচএস/এবিএস