সেরা ব্যাটসম্যান সাব্বির, বোলার আল-আমিন
আবারও আক্ষেপ নিয়েই এশিয়া কাপ শেষ করলো বাংলাদেশ। ভারতের বিপক্ষে আট উইকেটে হেরে স্বপ্নভঙ্গ টাইগারদের। দলীয় সাফল্যের শেষটা ভালো না হলেও ব্যক্তিগত সাফল্যে দারুণ উজ্জ্বল বাংলাদেশ।
কোয়ালিফাইং রাউন্ড ছাড়া মূল পর্বের লড়াইয়ে এবারের এশিয়া কাপের সেরা ব্যাটসম্যান ও বোলারই উভয়ই হয়েছেন দুই বাংলাদেশি। সেরা ব্যাটসম্যান হয়েছেন সাব্বির রহমান এবং বোলার আল-আমিন হোসেন।
বাংলাদেশের একমাত্র টি-টোয়েন্টি স্পেশালিস্ট বলা হয় সাব্বির রহমানকে। কেন বলা হয় তার প্রমাণ আবারো করলেন এবারের এশিয়া কাপে। মূল পর্বের লড়াইয়ে সাব্বির পাঁচ ম্যাচে করেছেন ১৭৬ রান। এর মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে চাপের মুখে ব্যাট করে দুর্দান্ত ব্যাট করে করেছেন ৮০ রানের একটি অতিমানবীয় ইনিংস।
বাংলাদেশের হার্ড-হিটার ব্যাটসম্যানের পরেই রয়েছেন ভারতের পোস্টার বয় বিরাট কোহলি। ১৫৩ রান নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন এ ভারতীয় ব্যাটসম্যান। শ্রীলঙ্কান উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল চার ম্যাচে ১৪৯ রান নিয়ে তিন নম্বরে রয়েছেন।
তবে কোয়ালিফাইং রাউন্ডসহ ধরলে সাব্বিরের উপরে রয়েছেন সহযোগী দেশ হংকংয়ের বাবর হায়াত। কোয়ালিফাইং রাউন্ডে ১টি শতকসহ মাত্র তিন ম্যাচে করেছেন ১৯৪।
সেরা পাঁচ ব্যাটসম্যান:
|
নাম |
দেশ |
ম্যাচ |
ইনিংস |
রান |
সর্বোচ্চ |
৫০/১০০ |
|
সাব্বির রহমান |
বাংলাদেশ |
৫ |
৫ |
১৭৬ |
৮০ |
১/০ |
|
বিরাট কোহলি |
ভারত |
৫ |
৫ |
১৫৩ |
৫৬* |
১/০ |
|
দিনেশ চান্দিমাল |
শ্রীলঙ্কা |
৪ |
৪ |
১৪৯ |
৫৮ |
২/০ |
|
রোহিত শর্মা |
ভারত |
৫ |
৫ |
১৩৮ |
৮৩ |
১/০ |
|
তিলকারাত্নে দিলশান |
শ্রীলঙ্কা |
৪ |
৪ |
১৩২ |
৭৫* |
১/০ |
বোলারদের মাঝেও শীর্ষে রয়েছেন বাংলাদেশের পেসার আল-আমিন হোসেন। পাঁচ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন তিনি। ডেথ বোলিংয়ে বরাবরই কার্যকরী আল-আমিন এবার ইনিংসের শুরুতেও দারুণ বোলিং করেছেন।
আল-আমিনের পরেই রয়েছেন সহযোগী দেশ আরব আমিরাতের আমজাদ জাভেদ। চার ম্যাচে ৮টি উইকেট নিয়েছেন আমিরাত অধিনায়ক। এরপর মোহাম্মদ আমির, নুয়ান কুলাসেকেরা ও হার্দিক পাণ্ডে পেয়েছেন ৭টি করে উইকেট।
তবে কোয়ালিফাইং রাউন্ডসহ ধরলে আল-আমিনের উপরে রয়েছেন আমিরাতের আমজাদ জাভেদ। মোট সাত ম্যাচ খেলে ১২টি উইকেট নিয়েছেন এ পেসার। এছাড়া দেশটির মোহাম্মদ নাভিদও উইকেট নিয়েছেন ১১টি।
সেরা পাঁচ বোলার:
|
নাম |
দেশ |
ম্যাচ |
উইকেট |
সেরা |
|
আল-আমিন হোসেন |
বাংলাদেশ |
৫ |
১১ |
৩/২৫ |
|
আমজাদ জাভেদ |
আরব আমিরাত |
৪ |
৮ |
৩/২৫ |
|
মোহাম্মদ আমির |
পাকিস্তান |
৪ |
৭ |
৩/১৮ |
|
নুয়ান কুলাসেকেরা |
শ্রীলঙ্কা |
৪ |
৭ |
৩/১০ |
|
হার্দিক পাণ্ডে |
ভারত |
৫ |
৭ |
৩/৮ |
আরটি/বিএ