মাশরাফির সেলফিতে পাঁচ তারকা


প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ১২ মার্চ ২০১৬

বাংলাদেশ ক্রিকেটে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সৌম্য সরকার, সাব্বির আহমেদরা সময়ের নতুন তারকা। তবে গত কয়েক বছর ধরেই বাংলাদেশ ক্রিকেটের হাল ধরে রেখেছেন অভিজ্ঞ পাঁচ তারকা। এরা হলেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মাশরাফি বিন মর্তুজা। দীর্ঘদিন ধরে বাংলাদেশের ক্রিকেটকে আগলে রাখা এই পাঁচ তারকা শনিবার ধরা পরলেন একই ফ্রেমে।

এদিন অনুশীলন না থাকায় টাইগারদের পরিকল্পনা ছিল ধর্মশালার সৌন্দর্য উপভোগ করা। তবে বৈরি আবহাওয়ার জন্য তা আর হয়ে ওঠেনি মাশরাফিদের। তাই টিম হোটেলে চুটিয়ে আড্ডা দিয়েছেন টাইগাররা। একটি হোটেল রুমে আড্ডায় মশগুল হন এ পাঁচ তারকা। এ সময় এ সুখস্মৃতি ধরে রাখতে একটি সেলফি তোলেন মাশরাফি।

হিমালয়ের কোলে অবস্থিত শহর ধর্মশালার সৌন্দর্য উপভোগ করতে পারেননি মাশরাফিরা। তাই বলে নিজেদের মত দিনটিকে উপভোগ করা থেকে বিরত থাকেননি তারা। হোটেলের লবিতে বসে আড্ডা গল্পে উপভোগ করে দিনটি কাটিয়েছেন এ দেশ সেরা তারকারা।

আরটি/আএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।