ভারতে চলে এলো পাকিস্তান ক্রিকেট দল


প্রকাশিত: ০৪:১৫ পিএম, ১২ মার্চ ২০১৬

অবশেষে সব জ্বল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে, কয়েক দিনের টানাপোড়েন শেষ করে ভারতের মাটিতে পা রাখলো পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তানের ভারতে আসার শঙ্কা কেটেছিল শুক্রবারই।

অবশেষে আজ (শনিবার) সন্ধ্যার পর কলকাতার মাটিতে পা রাখলো শহিদ আফ্রিদিরা। লাহোর থেকে আবুধাবি হয়ে যখন কলকাতা বিমানবন্দরে নামলেন পাকিস্তান ক্রিকেটাররা, তখন কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয় গোটা চত্বর।

১৫ জন ক্রিকেটারসহ পাকিস্তানের দলে এসেছেন মোট ২৭ জন। পাকিস্তান ছাড়ার আগেই প্রধান কোচ ওয়াকার ইউনুস সাংবাদিকদের বলেছিলেন, ভারতে সব সময়ই চমৎকার আতিথেয়তা পান তারা। বিশ্বকাপে খেলতে আসার অনিশ্চয়তা কেটে যাওয়ার পর আর পিছনে তাকাতে রাজি নন ইউনুস, আফ্রিদিরা। ইউনুস বলেন, ভালো খেলতেই বিশ্বকাপে নামছি। আশা করি সমর্থকদের নিরাশ করবো না।

বিশ্বকাপে পাকিস্তানের প্রথম খেলা আগামী বুধবার ইডেনে। খেলতে হবে যোগ্যতা অর্জনকারী পর্বের গ্রুপ এ চ্যাম্পিয়নের সঙ্গে। তার পরের ম্যাচই পাকিস্তান ইডেনে খেলবে ভারতের বিরুদ্ধে, যে ম্যাচ হওয়ার কথা ছিল ধর্রশালায়।

আইএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।