কলকাতায় অনুশীলনে আফ্রিদিরা


প্রকাশিত: ০৯:৫৭ এএম, ১৩ মার্চ ২০১৬

নানা নাটকীয়তা শেষে নিরাপত্তাহীনতায় ভোগা পাকিস্তান দল ভারতের কলকাতায় পৌছেছে। বিশকাপকে সামনে রেখে রোববার সকালে অনুশীলনে নামে পাকিস্তান দল। এর আগে শুক্রুবার ভারতীয় সরকারের কাছ থেকে লিখিত নিশ্চয়তা পাওয়ার পরেই শনিবার ভারত এসে পৌছায় পাকিস্তান ক্রিকেট দল।

নিরাপত্তার অজুহাতে ভারত বনাম পাকিস্তানের মধ্যকার ম্যাচটি ধর্মশালা থেকে সরিয়ে কলকাতার ইডেন গার্ডেনে নিয়ে আসা হয়। কিন্তু তাতেও শান্ত হয়নি পাকিস্তান দল। ভারতীয় সরকারের কাছ থেকে লিখিত নিরাপত্তার বায়না ধরলে ভারতীয় সরকার তাদের সে বায়না মিটিয়েই পাকিস্তান দলকে ভারত নিয়ে আসে। যদিও কলকাতাতেই ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন না করতে নানা জঙ্গী সংগঠন হুমকি দিয়ে যাচ্ছে। সেটাকে উপেক্ষা করেই পাকিস্তান দল অনুশীলনে নামে আজ।

আরআর/এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।