কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবে নিউজিল্যান্ড


প্রকাশিত: ১০:০৩ এএম, ১৫ মার্চ ২০১৬

কিছুদিন আগে পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মার্টিন ক্রো। সদ্য প্রয়াত এ ক্রিকেট তারকার স্মরণে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে হাতে কালো আর্মব্যান্ড (ফিতা) পরে মাঠে নামবেন নিউজিল্যান্ডের খেলোয়াড়রা।

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা ভারতের বিপক্ষে আজ (মঙ্গলবার) নাগপুরে মাঠে নামবে কিউইরা। মাঠে কালো আর্মব্যান্ড পড়ে নামা প্রসঙ্গে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচটির মাধ্যমে আমরা ক্রোকে শ্রদ্ধা নিবেদন করতে চাই। এজন্য আমরা সবাই হাতে কালো আর্মব্যান্ড পরবো। ম্যাচের শুরুতে জাতীয় সঙ্গীতের পরে হয়তবা এক মিনিট নীরবতা পালন করা হতে পারে।’

উল্লেখ্য, দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে গত ৩ মার্চ অকল্যান্ডে ৫৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন টি-টোয়েন্টি ক্রিকেটের জনক হিসেবে পরিচিত মার্টিন ক্রো। গত ১১ মার্চ অকল্যান্ডেই শেষকৃত্য অনুষ্ঠিত হয় তার।

আরটি/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।