দোয়া চাইলেন তাসকিন


প্রকাশিত: ১০:২৩ এএম, ১৫ মার্চ ২০১৬

ওমানের বিপক্ষে ম্যাচ খেলার পর রোববার চেন্নাইয়ে পৌঁছে বোলিং পরীক্ষা দিয়েছেন বাংলাদেশ দলের অন্যতম সেরা পেসার তাসকিন আহমেদ। পরীক্ষা শেষে সামাজিক মাধ্যমে লিখে ভক্তদের কাছে দোয়া চেয়েছেন এ পেসার।

taskinসামাজিক মাধ্যম ফেসবুকে নিজের টেস্ট দেবার সময়ের একটি ছবি আপলোড করেন তাসকিন। সারা শরীরে ক্যামেরা ও ট্রান্সমিটার জরানো তাসকিনকে অনেকটা রোবটের মতই লাগছে। এ ছবির সঙ্গে ক্যাপশন দিয়ে তাসকিন বলেন, ‘টেস্ট দেয়া শেষ, কয়েকদিন পর ফলাফল বের হবে। ইনশাল্লাহ আমার সব ঠিক আছে। সকলের কাছে দোয়া চাই।’

পরীক্ষা শেষ করার পর দলের সঙ্গে যোগ দিতে কলকাতার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন তাসকিন। আইসিসির নিয়ম অনুযায়ী ফলাফল ঘোষণার আগ পর্যন্ত খেলতে পারবেন এ তারকা। তাই আগামীকাল পাকিস্তানের বিপক্ষে তাকে মাঠে পাচ্ছে বাংলাদেশ।

আরটি/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।