দুর্ঘটনার কবলে ধোনিদের বাস!


প্রকাশিত: ১০:১২ এএম, ১৭ মার্চ ২০১৬

বিশ্বকাপের সুপার টেনের প্রথম ম্যাচেই লজ্জাজনক হার। সমালোচনার তীর একের পর এক ধেয়ে আসছিল ধোনি-কোহলিদের দিকে। এবার ম্যাচ হারার পরের দিন কলকাতাতেই দুর্ঘটনার কবলে পড়লো ধোনিদের বাস; কিন্তু ভাগ্য ভালো, ওই সময় বাসে ভারতীয় দলের কেউ ছিল না। ভারতীয় দলকে আনতেই বিমানবন্দরে যাচ্ছিল বাসটি। ধোনিরা সৌভাগ্যবানই বটে!

বুধবার সন্ধ্যা সড়ে ছয়টা নাগাদ বাসটি ধোনিদের আনতে বের হয়। তার কিছুক্ষণ পরেই নিউটাউনের কাছে নবাবপুরে হঠাৎই দুর্ঘটনার কবলে পড়ে ভারতীয় দলের দু’টি টিম বাস। সিগন্যাল অমান্য করে টিম ইন্ডিয়ার বাসের সামনে আচমকাই একটি গাড়ি এসে পড়ে। সংঘর্ষ এড়াতে ব্রেক চাপেন চালক। তখন পিছনে থাকা ডামি বাসটি প্রথম বাসটিতে সজোরে ধাক্কা মারে। দুটি বাসই যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে অন্য বাস পাঠিয়ে ধোনিদের হোটেলে নিয়ে আসা হয়। পুলিশ প্রাইভেট গাড়িটির  চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

উল্লেখ্য আগামী ১৯ তারিখ ইডেন গার্ডেন্সে পাকিস্তানের বিপক্ষে লড়বে ভারত দল। তার আগে এমন দুর্ঘটনা নিশ্চয়ই সেদেশের নিরাপত্তাকে আরো জোরদার করে দিবে।

আরআর/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।