টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড


প্রকাশিত: ০৯:১৭ এএম, ১৮ মার্চ ২০১৬

ধর্মশালায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মূল পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ৩.৩০ মিনিটে।

এদিকে টস জিতে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছেন, আবহাওয়া বেশ শুষ্ক। প্রথমে ব্যাটিং করলে এর সুবিধা নেয়া যাবে।

অস্ট্রেলিয়া একাদশ :
উসমান খাজা, শেন ওয়াটসন, স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, জেমস ফকনার, পিটার নেভিল (উইকেটরক্ষক), অ্যাস্টন আগার, অ্যাডাম জাম্পা,  জশ হ্যাজেলউড।

নিউজিল্যান্ড একাদশ :
মার্টিন গাপটিল, কেন উইলিয়ামস (অধিনায়ক), কলিন মুনরো, কোরি অ্যান্ডারসন, রস টেইলর, মিচেল সান্টনার, গ্রান্ট এলিয়ট, লিউক রঞ্চি, নাথান ম্যাককালাম, অ্যাডাম মিলনে এবং ইশ সোধি।

আরএ/এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।