৩ উইকেট হারিয়ে চাপে ভারত
১৮ ওভারের খেলা। লক্ষ্য মাত্র ১১৯ রান। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাচে হারের ফলে এই ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ঘুরে দাঁড়াতে হবে ভারতকে। হারলেই বিপদ। সেমির স্বপ্ন প্রায় শেষ হয়ে যাবে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের ছুড়ে দেয়া ১১৮ রান তাড়া করার লক্ষ্যে ব্যাট করছে ভারত।
তবে পাকিস্তানের মতো ইডেন গার্ডেনের উইকেট থেকে ভারতীয়রাও রান তুলতে পারছে না। ২৩ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে মহেন্দ্র সিং ধোনির দলও।
উদ্বোধনী জুটিতে আঘাত হানেন মোহাম্মদ আমিরই। তৃতীয় ওভারের (নিজের দ্বিতীয় ওভার) প্রথম বলেই রোহিত শর্মাকে শোয়েব মালিকের ক্যাচে পরিণত করেন আমির। ১১ বলে ১০ রান করে ফিরে যান শর্মা।
ইনিংসের পঞ্চম ওভারেই মোহাম্মদ সামির বলে বোল্ড হয়ে যান অপর ওপেনার শিখর ধাওয়ান। সামির বলে বোল্ড হয়ে যান আরেক ইনফর্ম ব্যাটসম্যান সুরেশ রায়নাও। কোনো রান না করেই ফিরতে হয়েছে রায়নাকে। পর পর দুই উইকেট হারিয়েই মূলত চাপে পড়ে ভারত।
তবে উইকেটে যেহেতু কোহলি আর যুবরাজ রয়েছেন, তখন ভারতের সম্ভাবনাই বেশি বোঝা যায়। এ রিপোর্ট লেখার সময় ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ভারতের রান ৪৬। জয়ের জন্য ৬০ বলে করতে হবে ৭৩ রান। উইকেটে রয়েছেন কোহলি ১৩ এবং যুবরাজ ৯ রান নিয়ে।
আইএইচএস/বিএ