মানিকগঞ্জে আ.লীগের ২৪ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার


প্রকাশিত: ১১:২৮ এএম, ২০ মার্চ ২০১৬

মানিকগঞ্জের হরিরামপুর ও দৌলতপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ২৪ জন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. গোলাম মহীউদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
 
দলীয় সূত্র জানায়, দ্বিতীয় দফায় নির্বাচন হবে হরিরামপুর ও দৌলতপুর উপজেলার ২০টি ইউনিয়নে। এ ইউনিয়নগুলোতে আওয়ামী লীগ তাদের প্রার্থী চূড়ান্ত করলেও, মনোনয়ন বঞ্চিত অনেকেই প্রার্থী হয়েছেন। দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া ২৪ জন চেয়ারম্যান প্রার্থী ও তাদের সহযোগিদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জেলা আওয়ামী লীগ।

বহিষ্কৃতরা হলেন, হরিরামপুরের বাল্লা ইইনয়নের শফিকুল ইসলাম হাজারী শামীম ও স্বপন কুমার ঘোষ, গোপিনাথপুরের মাহমুদুল হাসান মোল্লা ও শওকত আলী মোল্লা জাহাঙ্গীর, গালা ইউনিয়নের জেপি এম সালাহউদ্দিন বুলবুল, আব্দুল মান্নান ও হামিদুর রহমান শিকদার লেবু, চালা ইউনিয়নে মো. সেলিম মোল্লা, রামকৃৃষ্ণ ইউনিয়নে বজলুর রহমান, বয়ড়া ইউনিয়নে পবিত্র কুমার শাখারী, হারুকান্দি ইউনিয়নে আসাদুজ্জামান চুন্নু, সুতালড়ি ইউনিয়নের সেকেন্দার আলী বিশ্বাস এবং আজিমনগর ইউনিয়নের মো. আরব আলী।

এদিকে, দৌলতপুর ইউনিয়নের চকমিরপুর ইউনিয়নে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ তার অনুগত সাতজনকে বহিষ্কার করা হয়।

অন্যদিকে, ধামশর ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ প্রধান ও হারুন কুদ্দুস, কলিয়া ইউনিয়নে জাকির হোসেন, আবুল হোসেন ও আব্দুল বাতেন, বাচামারা ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ, চরকাটারী ইউনিয়নের আব্দুল বারেক ও আইয়ুব আলী, জিয়নপুর ইউনিয়নের ইশারত আলী ও বাঘুটিয়া ইউনিয়নের দলীয় বিদ্রোহী প্রার্থী তোফাজ্জল হোসেনকে বহিষ্কার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের চালা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য শামসুল আলম শিরু দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করলেও অজ্ঞাত কারণে তাকে বহিষ্কার করা হয়নি।

বি.এম খোরশেদ/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।