টস জিতে ফিল্ডিংয়ে ওয়েস্ট ইন্ডিজ
ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম। রানপ্রসবিনি স্টেডিয়াম হিসেবেই পরিচিত। এমন মাঠেই আজ খেলতে নামছেন টি-টোয়েন্টির সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল। তার মুখোমুখি হচ্ছে শ্রীলংকা। দু’দলই প্রথম ম্যাচ জিতেছে। ফলে আজ এগিয়ে যাওয়ার লড়াই। সেমির পথে এগিয়ে যাবে কে? এমন সমীকরণ সামনে রেখে খেলতে নামছে ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলংকা।
ম্যাচ শুরুর আগে অবশ্য টস ভাগ্য গিয়েছে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি।
শ্রীলংকা
দিনেশ চান্ডিমাল, তিলকারত্নে দিলশান, লাহিরু থিরিমান্নে, চামারা কাপুগেদারা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, মিলিন্দা সিরিবর্ধনে, থিসারা পেরেরা, নুয়ান কুলাসেকারা, জেফরি ভ্যান্ডারসি, দুষ্মন্তে চামিরা, রঙ্গনা হেরাথ।
ওয়েস্ট ইন্ডিজ
জনসন চার্লস, ক্রিস গেইল, মারলন স্যামুয়েলস, অ্যান্দ্রে ফ্লেচার, ডোয়াইন ব্র্যাভো, দিনেশ রামদিন, আন্দ্রে রাসেল ড্যারেন স্যামি, চার্লস ব্র্যাফেট, স্যামুয়েল বদ্রি, সুলেমান বেন।
আইএইচএস/এবিএস