বাংলাদেশের বিপক্ষেই ফিরছেন ফিঞ্চ


প্রকাশিত: ০৩:৩২ পিএম, ২০ মার্চ ২০১৬

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের এক নাম্বার ব্যাটসম্যান অথচ প্রথম ম্যাচেই নিউজ্যিলান্ডের তাকে খেলায়নি অস্ট্রেলিয়া! দলগত কৌশলের কারণে অ্যারোন ফিঞ্চের মত ব্যাটসম্যানকে একাদশে নেয়া হয়নি বলে জানিয়েছিলেন অসি কোচ ড্যারেন লেমান। অবশ্য বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই তিনি দলে ফিরছেন বলে ইঙ্গিত দিয়েছেন অসি কোচ। সোমবার ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে লড়বে অস্ট্রেলিয়া। তার আগেই দলের একাদশ নিয়ে সতর্ক লেমান।

অস্ট্রেলিয়া কোচ ড্যারেন লেমান বলেন, ‘ফিঞ্চকে দলে না রাখাটা অনেক কষ্টকর ছিল। ও টি-টোয়েন্টিটা অনেক ভালো খেলে। আমরা শুধু ডান-বাম ওপেনিং জুটি চাচ্ছিলাম। এটা পরবর্তী ম্যাচে পরিবর্তিত হবে।’

টি-টোয়েন্টি ক্রিকেটে ৪ হাজারেরও বেশি রান করেছেন ফিঞ্চ। পাশাপাশি ৮৪১ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টির সেরা ব্যাটসম্যান তিনি। ফিঞ্চের অবর্তমানে দলের হয়ে ওপেন করেছিলেন উসমান খাজা। ২৭ বলে ৩৮ রান করে কিউইদের বিপক্ষে দলের সর্বোচ্চ রানসংগ্রহকারীও ছিলেন তিনি।

কিন্তু বাংলাদেশের বিপক্ষে অসি ব্যাটিং অর্ডারেও পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন লেমান। ‘আমরা পরবর্তী ম্যাচেই ব্যাটিং অর্ডার পরিবর্তন করবো। আমরা কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে সেরা একাদশকেই খেলাবো।’

আরআর/আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।