ক্যারিবীয়দের বিপক্ষে দলে নেই ডুমিনি


প্রকাশিত: ০৯:০২ এএম, ২৩ মার্চ ২০১৬

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে শুক্রবার ক্যারিবীয়দের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। তবে এই ম্যাচে তারা দলে পাচ্ছেন না ইনফর্ম ব্যাটসম্যান জেপি ডুমিনিকে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান ডুমিনি। দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজার মোহাম্মদ মুসাজি ডুমিনির ইনজুরির তথ্য নিশ্চিত করেছেন।  

ডুমিনিকে নিয়ে তিনি বলেন, ‘সুপার টেনের শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে তাকে দলে ফেরানোর পরিকল্পনা রয়েছে। আমাদের ফিজিওথেরাপিস্ট ইতিমধ্যে ডুমিনির চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ডুমিনিকে মাঠে নামানোর পরিকল্পনা থাকলেও সেটি নির্ভর করবে তার অবস্থার উন্নতির উপর।’

বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেই রানের দেখা পান জেপি ডুমিনি। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৫৪ রানের এক ইনিংস খেলেন এ বাঁহাতি ব্যাটসম্যান। ৫৪ রানের পাশাপাশি বল হাতে নেন একটি উইকেট। পরের ম্যাচে আফগানিস্তানের সাথে অপরাজিত ছিলেন ২৯ রানে।

এমআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।