মধুপুরে ট্রাকের ধাক্কায় নিহত ৩
টাঙ্গাইলের মধুপুরে ট্রাকের ধাক্কায় তিন জন ভটভটি আরোহী নিহত এবং দুই জন আহত হয়েছেন।
নিহতরা হলেন কালিহাতী উপজেলার মশাজান এলাকার মৃত ফটিক উদ্দিনের ছেলে জামাজ উদ্দিন (৫৫), সোহেল মিয়ার মেয়ে সামিয়া (৮) ও রিয়াজ উদ্দিনের ছেলে রাইজ উদ্দিন (৬০)।
মধুপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম (ওসি) জানান, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ভটভটিটি টাঙ্গাইল যাচ্ছিলো। পথিমধ্যে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের গাংগাইর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ট্রাক এসে তাতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক জন মারা যান। পরে আহত অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরো ২ জনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন।
এফএ/আরআইপি