আরেক প্রবাসী ইমরানুরের পরীক্ষা শুক্রবার

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৩

আমেরিকা থেকে উড়িয়ে আনা নারী বক্সার জিন্নাত ফেরদৌস এশিয়ান গেমসে রিংয়ে নেমেই কুপোকাত হয়েছেন। জিন্নাতের ব্যর্থতার পর এবার পরীক্ষা আরেক প্রবাসী ক্রীড়াবিদ ইমরানুর রহমানের।

আগামীকাল (শুক্রবার) বাংলাদেশ সময় রাত ৮ টায় এশিয়ান গেমসে ১০০ মিটারের হিটে অংশ নেবেন। লন্ডন প্রবাসী এই অ্যাথলেটকে ঘিরেও রয়েছে প্রত্যাশার আলো। তাকে দিয়ে এশিয়ান গেমসে ভালো কিছু করা সম্ভব-এতদিন শুনিয়ে আসা এই আশার বাণী এখন প্রমাণ করার পরীক্ষায় নামছেন ইমরানুর রহমান।

হাংজু এশিয়ান গেমসে ইমরানুরের জন্য চ্যালেঞ্জও। বাংলাদেশের জার্সিতে এই প্রথম তিনি খেলবেন এশিয়ার সবচেয়ে বড় এই ক্রীড়া আসরে। বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর পর কয়েকটি সাফল্য তার ওপর মানুষের প্রত্যাশার চাপটা বাড়িয়ে দিয়েছে।

এ বছর এশিয়ান ইনডোর অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন ইমরানুর। প্রথম বাংলাদেশি কোনো অ্যাথলেট হিসেবে পাওয়া ওই সাফল্য ইমরানুর রহমানকে আরও বড় স্বপ্ন দেখতে সাহস জোগাচ্ছে।

এশিয়ান গেমসে প্রত্যাশিত ফলাফল করতে না পারলে ইমরানুরের ওপর থেকে মোহ কাটতেও শুরু করতে পারে বাংলাদেশের ক্রীড়ামোদীদের।

আরআই/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।