রোনালদোর গোলে রিয়ালের জয়
স্পেনের লা লিগায় সহজ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। দুরন্ত ফর্মে থাকা ক্রিশ্চিয়ানো রোলনাদোর জোড়া গোলে তারা ৪-১ গোলে হারিয়েছে আলমেরিয়াকে। এই জয়ের মধ্যদিয়ে মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে টানা ২০ ম্যাচে জিতেছে রিয়াল।
আলমেরিয়ার মাঠে দারুণ খেললেও গোলের জন্য ৩৪ মিনিট অবধি অপেক্ষা করতে হয়েছে রিয়ালকে। ৩৪ মিনিটে গোলটি করেছেন রিয়ালের ইসকো। তবে ৫ মিনিট পরই সমতায় ফিরেছে স্বাগতিকরা। গোল করেছেন ভেরা।
ছন্দে থাকা রিয়াল ব্যবধান ২-১ এ উন্নীত করেছে ৪২ মিনিটে। নিশানাভেদ করেছেন গেরেথ বেলে। বিরতির পর আরও দুটি গোল করেছে রিয়াল। দুটি গোলই জালে জড়িয়েছেন পর্তুগিজ উইঙ্গার রোনালদো। এর মাধ্যমে লা লিগার ১৩ ম্যাচে এ মৌসুমে রোনালদোর গোল সংখ্যা দাঁড়িয়েছে ২৩। এ জয়ে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। আর ৩৪ পয়েন্ট নিয়ে তাদের পরই আছে বার্সেলোনা।