সিরিয়ায় রাশিয়ার ১৫৮ দফা বিমান হামলা


প্রকাশিত: ০৩:৩৫ এএম, ২৭ মার্চ ২০১৬

সিরিয়ার হোমস প্রদেশে ১৫৮ বার বিমান হামলা চালিয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় চালানো এ সব অভিযানে বহু জঙ্গি ও সন্ত্রাসী নিহত হয়েছে। এদিকে রুশ বিমান বাহিনী হোমসের পালমিরা নগরীর কাছে ৪০ দফা বিমান হামলা চালিয়েছে।

গত ২৪ ঘণ্টার এ সব হামলা জঙ্গি ঘাঁটিকে লক্ষ্য করেই চালানো হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। এসব হামলায় শতাধিক সন্ত্রাসী নিহত হয়েছে। চারটি ট্যাংকসহ অনেক সামরিক সরঞ্জাম এবং অস্ত্র ও গোলাবারুদের গুদাম ধ্বংস হয়েছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।