খন্দকার তারেককে সংবর্ধনা দিলো ক্রীড়াজগত পরিবার

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:২৯ এএম, ৩০ নভেম্বর ২০২৩

দীর্ঘদিন পাক্ষিক ক্রীড়াজগতে চাকরি করে এখন অবসর জীবন কাটাচ্ছেন দেশের প্রবীন ফটোসাংবাদিক খন্দকার তারেক। গত আগস্টে তিনি পেয়েছেন শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। এই অর্জনের জন্য খন্দকার তারেককে বুধবার সংবর্ধনা দিয়েছেন তার দীর্ঘদিনের কর্মস্থল পাক্ষিক ক্রীড়াজগতের সহকর্মীরা।

প্রায় পঞ্চাশ বছর ক্রীড়াঙ্গনে ফটো সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্র মুক্তিযোদ্ধা খন্দকার তারেক। তার ক্যামেরায় দেশের খেলাধুলার হাজার হাজার ছবি ফুটে উঠেছে পাক্ষিক ক্রীড়াজগতের পাতায়। দেশের খেলাধুলার অনেক ঘটনার সাক্ষী খন্দকার তারেকের ক্যামেরা। তার নিriখুঁত হাতে ছবি এখন ক্রীড়াঙ্গনের আর্কাইভ। ক্রীড়াঙ্গনে সুসময়-দুঃসময়, খেলোয়াড়ের সাফল্য ব্যর্থতার ছবিগুলো নিখুঁতভাবে ক্যামেরায় মানুষের কাছে তুলে ধরেছেন তিনি।

পাক্ষিক ক্রীড়াজগত কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্পাদক মাহমুদ হোসেন খান দুলাল, ক্রীড়া সংগঠক ইউসুফ আলী, জাগো নিউজের বিশেষ সংবাদদাতা, পাক্ষিক ক্রীড়াজগতের সাবেক প্রতিবেদক ও বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ক্রীড়ালেখক ইকরামুজ্জামান, ইকবাল কবীর, ক্রীড়াজগতের সাবেক কর্মকর্তা মোজাম্মেল হায়দার চৌধুরী, সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও ফুটবল বাংলাদেশের নির্বাহি সম্পাদক মোরসালিন আহমেদ, দৈনিক ইত্তেফাকের ক্রীড়া সম্পাদক সোহেল সারোয়ার চঞ্চল, খন্দকার তারেকের স্ত্রী জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ব্যাডমিন্টন তারকা মরিয়ম তারেক, তার পুত্রবধু প্রমি এবং পাক্ষিক ক্রীড়াজগতের সাবেক-বর্তমান কর্মকর্তা ও কর্মচারীরা।

খন্দকার তারেককে ফুল, ক্রেস্ট ও অন্যান্য উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে। উপস্থিত অতিথিরা খন্দকার তারেকের বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে আলোচনা করেন। খন্দকার তারেকের পেশাগত জীবনের নানা দিকের ঘটনা তুলে ধরেন তারা।

আরআই/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।