বিওএ’র নতুন অ্যাথলেট কমিশন

বাদ পড়লেন লিনু-শিরিন, ঢুকলেন মাবিয়া-দিয়া-সুর কৃষ্ণ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:৪১ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩

আগামী চার বছরের জন্য নতুন অ্যাথলেট কমিশন গঠন করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। নতুন কমিটি করা হয়েছে ৭ সদস্যের। ২০১৯ সালের ১৮ মার্চ গঠন করা আগের কমিটির সদস্য ছিলেন ৬ জন।

আগের কমিটির চারজনকে রাখা হয়েছে নতুন কমিটিতে। তারা হলেন- সাবেক জাতীয় অ্যাথলেট ফারহাদ জেসমিন লিটি, জাতীয় গলফার সিদ্দিকুর রহমান, সাবেক জাতীয় সাঁতারু ও এসএ গেমসে দুটি স্বর্ণজয়ী মাহফুজা খাতুন শিলা এবং জাতীয় শুটার ও এসএ গেমসে স্বর্ণজয়ী শাকিল আহমেদ। বাড় পড়েছেন টেবিল টেনিসের রানী জোবেরা রহমান লিনু ও দেশের দ্রুততম মানবী শিরিন আক্তার।

নতুন কমিটিতে জায়গা পেয়েছেন এসএ গেমসে দুটি স্বর্ণজয়ী দেশসেরা নারী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত, দেশসেরা নারী আরচার দিয়া সিদ্দিকী এবং জাতীয় ও পেশাদার বক্সার সুর কৃষ্ণ চাকমা।

দেশের অ্যাথলেটিজের স্বার্থ সংরক্ষণ সম্পর্কিত বিষয়ে বিওএকে সুপারিশে এই কমিশন কাজ করে থাকে।

আরআই/এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।